প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2025 ইং
কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না ... স্বপন ফকির

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না। ৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। এখনও দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ধনবাড়ী উপজেলার ১৯ বর্ষপূর্তি ও ২০ তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত র্যালী, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরোও বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএম এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সহ সভাপতি এম এ মাজেদ বাদল, ধনবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন তারা, জাহিদুল ইসলাম মহব্বত, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য ধোপাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যদুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ: আজিজ, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি রিমু, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের আস্থার প্রতীক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য র্যালী করলেও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধনবাড়ী বাসীর কষ্টের কথা চিন্তা করে বিগত ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর কে দুই ভাগে ভাগ করে একটি ধনবাড়ী উপজেলা করে দিয়েছেন এজন্য বিএনপিসহ ধনবাড়ী বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি সেই আলোকেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com